বিকাশ এজেন্ট ব্যবসা ও বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়মঃ আমাদের আজকের এই পোস্টে থাকছে বিকাশ এজেন্ট ব্যবসার লাভ/সুবিধা, বিকাশ এজেন্ট, বিকাশ এজেন্ট কমিশন ও খোলার নিয়ম সম্পর্কে। বিকাশ এজেন্ট ব্যবসা এখন খুবই ভাল একটি খুদ্র লাভের ব্যবসা। দেশে অনেক যুবক এখন বিকাশ ব্যবসা করে ভল টাকা আয় করছেন। তাই আজ আমি আপনাদের বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কিত বিস্তারিত জানিয়ে দিবো।
একন অনেকেই জানতে চান যে বিকাশ এজেন্ট হতে কত টাকা লাগে এবং বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি? পার্সোনাল বিকাশ দিয়ে ব্যবসা করা যায় কি? বিকাশ এজেন্ট কমিশন কত? বিকাশ এজেন্ট সিম কি ভিন্ন? এমন অনেক প্রশ্নের উত্তর নিয়ে এই পোস্ট সাজিয়েছি বিকাশ এজেন্ট ব্যবসার বিস্তারিত তথ্য নিয়ে।
বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
Table of Contents
বিকাশ অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অথবা আপনার এলাকার বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে। নিজস্ব এলাকার বিকাশ ডিস্ট্রিবিউটর অফিস থেকে বিকাশ এজেন্ট একাউন্ট খোলা সহজ । সব কাগজপত্র এবং তথ্য যাচাই-বাছাই করার পর ব্যবসা করার অনুমতি দেবে বিকাশ প্রতিষ্ঠান।
ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | বাড়িতে বসেই ব্যাংকে একাউন্ট করুন
আপনি চাইলে আপনার আশেপাশের বিকাশ এজেন্ট দোকান গুলিতে খবর নিয়ে বিকাশ এসআর এর সাথে কথা বলতে পারেন। বিকাশ এসআর আপনাকে বিকাশ এজেন্ট হওয়ার যাবতীয় নিয়ম জানিয়ে দিবে। আপনি এই পোস্টটি মনোযোগ পড়ুন তাহলে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
বিকাশ এজেন্ট হতে যা যা লাগে
• যে ব্যাক্তি এজেন্ট হতে চান তার আইডি কার্ডের ফটোকপি। তবে জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আইডি/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স যে কোন একটি ব্যাবহার করতে পারেন।
• ট্রেড লাইসেন্স এর কপি।
• যোগাযোগ করার জন্য যেকোনো নম্বর।
• বিকাশ এজেন্ট সিম, যে সিম কোন ধরণের বিকাশ অ্যাকাউন্ট খুলা নাই এমন নম্বর।
ট্রেড লাইসেন্স কি , ট্রেড লাইসেন্স করতে হলে কি প্রয়োজন ?
এক কথায় বলতে এটি একটি ব্যবসায়ি সনদও বলতে পারেন। আপনি যে এলাকায় ব্যবসা করছেন সে এলাকার ইউনিয়ন পরিষদ / পৌরসভা / সিটি করপরেশান থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। ট্রেড লাইসেন্স নিতে হলে আপনাকে হাল-নাগাদ খাজনা দেয়া রসিদ, জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আইডি এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চুক্তির কাগজ পত্র সহ উপরোক্ত যে কোন একটি অফিসে যেতে হবে ।
বিকাশ এজেন্ট অ্যাপে কমিশন
বিকাশ পার্সোনাল গ্রাহকদের জন্য যেমন অ্যাপ আছে। তেমনি তাদের এজেন্টদের জন্য রয়েছে আলাদা বিকাশ এজেন্ট অ্যাপ। অ্যাপ থেকে ক্যাশ ইন করলেই কমিশন একটু বেশি পাবেন প্রতি হাজারে ৪ টাকা ৩০ পয়সা। যদি আপনি ১০,০০০ ( দশ হাজার ) টাকা ক্যাশইন করেন তবে ৪৩ টাকা কমিশন পাবেন ।
সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম দুই মিনিটেই ব্যাংকা অ্যাকাউন্ট করুন
অ্যাপ ব্যাবহারে আপনি বাড়তি কিছু কমিশন পাবেন। তবে, আপনাকে আপনার ক্যাশইন বাবদ সর্বমোট লেনদেনের ৯০% ক্যাশ ইন এজেন্ট অ্যাপ থেকে করতে হবে। তবেই বিকাশ তাদের এজেন্টদের প্রতি হাজারে ০.২০ পায়সা বাড়তি কমিশন দিয়ে থাকেন।
আপনি এজেন্ট অ্যাপ ব্যাবহার করলেও ক্যাশ আউট থেকে প্রতি হাজারে ৪.৩০% কমিশন পাবেন। মোট আপনার একাউন্টে ৫০০০+ ২১.৫০=৫০২১.৫০ টাকা যোগ হবে। এজেন্ট অ্যাপ থেকে সারা মাসের ক্যাশ ইন ও ক্যাশ আউট মিলিয়ে আপনি যদি মোট দশ লক্ষ টাকা লেনদেন করেন তবে, আপনি বাড়তি ২০০ টাকা কমিশন পাবেন ।