ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম | বাড়িতে বসেই ব্যাংকে একাউন্ট করুন

ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়মঃ আপনাদের অনেকেরই ব্যাংক একাউন্ট আছে। বর্তমান সময়ে টাকা লেনদেনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ব্যাংক।আপনারা অনেকেই ব্যাংক একাউন্ট খোলার চিন্তা ও করতেছেন। ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম দেখন এখানে।

ব্যাংক এর মাধ্যমে অর্থ লেনদেন করা একটি উওম মাধ্যম। আপনাদের অনেকেরই ব্যাংক একাউন্ট খোলা আছে বলে আমরা মনে করি। কিন্তু যাদের ব্যাংক একাউন্ট খোলা নেই, তাদেরকে আমরা আজ ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম করতে শিখাবো।

আপনারা জানেন ইসলামি ব্যাংক সারা দেশ জুড়ে বিস্তার লাভ করে আছে। ইসলামি ব্যাংকে আপনাদের অনেকেরই একাউন্ট খোলা আছে। আজ আমরা আপনাদের জানাবো কি ভাবে অনলাইন এর মাধ্যমে, ইসলামি ব্যাংকের একাউন্ট তৈরি করতে পারবেন।

ইসলামি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম

অনলাইন এর মাধ্যমে ইসলামি ব্যাংক একাউন্ট খোলার জন্য, প্রথমে আপনাদেরকে গুগোল প্লে স্টোর এ যেতে হবে। Google play store থেকে আপনাকে Cellfin apps টি Download করতে হবে। এই apps টি Download করার পর এটি আপনাকে install করতে হবে। install করারা পর আপনার সামনে একটি ফরম আসবে।

Mobile number…….. …..

Cellfin 6 digit pin……….

…… Login …….

Cellfin apps

  1. আপনার যদি cellfin একাউন্ট খোলা থাকে তাহলে। এগুলো পূরন করে login করুন। আর যদি একাউন্ট তৈরি করা না থাকে। তাহেলে নিচে ডান পাশে Register লেখা আছে সেখানে ক্লিক করুন।
  2. Registar এ ক্লিক করার পর আপনাদের সামনে আরো একটি পেজ চলে আসবে। সেখানে আপনাকে আপনার Mobile number দিতে হবে।
  3. নিচে দেওয়া আছে Select operator এখানে আপনি অপারেটর সিলেক্ট করুন।
  4. এর একটুখানি নিচে একটি ঘরে লেখা আছে choose cellfin 6 digit pin. এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ৬ সংখ্যার একটি পিন সেট করে দিন।
  5. আপনি মোবাইল নাম্বার, অপারেটর ও পিন সেট করার পরে আপনারা নিচে (√) টিক চিহ্নে ক্লিক করে দিন।
  6. টিক মার্কে ক্লিক করার পরে Register অপশন আসবে। আপনারা Register ক্লিক করুন। এখন দেখতে পারতেছেন allow নামে একটি লিখা আছে।
  7. আপনারা সেখানে allow করে দিন। এখন আপনি যে নাম্বারটি বসিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড চলে আসবে। সেই কোডটি এখানে বসিয়ে দিন। তারপর সেখান থেকে Sabmit করে দিন।
  8. Submit করার পর দেখবেন আপনাদের কাছে NID কার্ড এর ছবি চাইবে।
  9. আপনারা ছবির ঘরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আবারও allow চাবে।
  10. আপনারা আবারও allow করে দিন। এখন আপনাদের সামনে ক্যামেরার অপশন চলে আসবে, আর এই ক্যামেরাতে ক্লিক করলে আপনার ক্যামেরাটি অন হবে।

ইসলামি ব্যাংক একাউন্ট খোলার উপায়

এখন আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের দিক টার ছবি তুলে নিন।এখানে দেখতে পারছেন (√) টিক মার্ক দেওয়া আছে সেখানে ক্লিক করুন। এখানে ডুকার পরে আপনার ছবিটি ক্রোপ crope করতে পারবেন। বাহিরের অংশ টুকু বাদ দিন শুধু কার্ড টির অংশ টুকু রেখে দিন। এখন উপরে crope অপশন আছে সেখানে ক্লিক করুন।

এবার নিচের ঘরে লেখা আছে, জাতীয় পরিচয় পত্রের নিচের অংশ টুকুর ছবি দিতে।আপনারা আগের মতো আবারো ছবি তুলে ক্রোপ করে নিন। এবং আবারও crope অপশনে ক্লিক করুন।

আরো দেখুন

রবি মিনিট অফার কোড 2021 মিনিট ইন্টারনেট এসএমএস কেনার কোড দেখুন

সোনালী ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম দুই মিনিটেই ব্যাংকা অ্যাকাউন্ট করুন

অনলাইন থেকে ভোটার আইডি কার্ড দেখার ও বের করার নিয়ম

তার পর নিচে দেখতে পারবেন confrome upload অপশন আছে সেখানে আপনারা ক্লিক করুন। এখন দেখতে পারতেছেন আপনার অনেক গুলো ডকুমেন্ট চলে এসেছে। এখন আপনি নিচে চলে গিয়ে আপনার profession বসিয়ে দিন।

Profession এ ক্লিক করার পরে আপনার সামনে একটি ক্যামেরা চলে আসবে। এখন আপনি আপনার ছবি তুলে নিন। কিন্তু এই ক্যামেরার ছবি তোলার জন্য আপনি কোন বাটোন পাবেব না। ক্যামেরার দিকে তাকিয়ে আপনি তিন বার চোখ বন্ধ করুন এবং তিন বার চোখ খুলুন দেখবেন আপনার ছবি উঠে গেছে।

এখন সাবমিট এ ক্লিক করলেই দেখতে পাবেন আপনার cellfin একাউন্ট ওপেন হয়ে গেছে।

এবার আপনি আপনার সেলফিশ এ লগইন করুন।

ইসলামি ব্যাংক একাউন্ট কি ভাবে খুলবো

Cellfin apps login করার পরে দেখবেন একটি পেজ চলে আসবে। সেখান থেকে আপনার open account নামের ঘরে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পরে আপনার কাছে ৬ ডিজিট এর cellfin apps er pin একটি পিন নাম্বার চাবে।

সেখানে আপনারা আপনাদের cellfin apps এ যে পাসওয়ার্ড টি দিয়েছিলেন সেটি এখানে বসিয়ে দিন। এখন submit করে দিন। submit করার পরে আপনার সামনে একটি ফরম আসবে। সেটা আপনারা পুরোন করবে।ফরমটিতে যা থাকবে তা নিম্নরূপঃ

Cellfin apps Form

  • Selecte Branch……..Branch এর না বসিয়ে দিন।
  • Father name……আপনার পিতার নাম।
  • Mother name………আপনার মাতার নাম।
  • Un/merried..আপনি বিবাহিত না অবিবাহিত তা দিন
  • Monthly income…… আপনার মাসিক ইনকাম।
  • Source of fund……কোন ফান্ডে টাকা নিবেন
  • Select peofetion…….আপনার প্রফেশন কি
  • Location-House/flat /Rod….বাসার লোকেশন
  • Select District….আপনার জেলা
  • Select thana…….আপনার থানা
  • Post code……..আপনার পোস্ট কোড

এগুলো পুরোন করার পরে নিচে দেখতে পারবেন Next অপশন দেয়া আছে। সেখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার ডকুমেন্টস গুলো চলে আসবে। আপনি সেগুলো আবারও ভালো করে চেক করে দেখুন। যদি ঠিক থাকে তাহলে আপনারা confirm করে দিন।

Confirm করার পরে আপনার দেখতে পারছেন অনেক গুলো অপশন চলে এসেছে। আপনারা এখান থেকে একাউন্ট এর টাইপ সিলেক্ট করে দিন। ধরেন আপনি mudaraba sevings accounts খুলবেন। আপনারা সেখানে select করে দিন।

Sevings accounts এ ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে আরো একটি ফরম আসবে। সেখানে আপনারা জাকে নমিনি বানাতে চান তার তর্থো বসিয়ে দিন। ফরমটিতে যা থাকবে তা নিম্নেরূপঃ

Nominee Form

  • Nominee name…..নমিনির নাম
  • Father name……..নমিনির পিতার নাম
  • Mother name…….নমিনির মাতার নাম
  • ID number…….নমিনির আই ডি নাম্বার
  • Relation with nominee….নমিনির সাথে আপনার সম্পর্কো।

Nominee Address

  • Location…….. নমিনির বাসার ঠিকানা
  • Select District……নমিনির জেলা
  • Selecte Thana…….নমিনির থানা
  • Post code……..নমিনির পোস্ট কোড
  • Please upload nominee photo ID and A photographs of the nominee
  • Choose file…..নমিনির ID এর ছবি তুলে দিন।
  • Choose file….photo নমিনির ছবি বসিয়ে দিন।

Cellfin apps দিয়ে ইসলামি ব্যাংকে একাউন্ট করার নিয়ম

এখন আপনারা Next এ ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখবেন নমিনির সকল ডকুমেন্টস চলে আসবে। এগুলো আপনি আবারও ভালো করে চেক করে দেখুন। তারপর তারপর confirm বাটোনে ক্লিক করে দিন।

এর পরে এখনে আপনারা দেখতে পারতেছেন এখানে লেখা আছে Bank account successful. এর মানে এখন আপনার একাউন্টটি তৈরি হয়ে গেছে।এখন ok তে ক্লিক করুন।

এখন আপনি cellfin apps এ চলে আসুন। এখানে আসলে আপনি দেখতে পাবেন Back a/c নামের একটি অপশন আছে। সেখানে ঢুকলে আপনি আপনার একাউন্ট এর নাম ও একাউন্ট নাম্বার দেখতে পারবেন। এখন আপনার ইসলামি ব্যাংক একাউন্ট তৈরি হয়ে গেছে।

আপনারা কিন্তু cellfin apps এর মাধ্যমে একাউন্ট তৈরি করার পরে আপনাকে চেক দেওয়া হবে না। আপনি যদি চেক এর মাধ্যমে টাকা তুলতে চান তাহলে আপনাকে ব্যাংকে চেক এর আবেদন করতে হবে। তাহলে আপনি চেক তুলতে পারবেন। এখন থেকে আর চিন্তা নয়। এরকম বিভিন্ন প্রকার ট্রিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *