ইচ্ছে যত বড় হবে সাফল্য তত সহজ হবে
কিছু করে দেখানোর জেদ যদি এরকমই থাকে তাহলে সকল সমস্যার সমাধান ঠিকি বার হবে। ভয় পেও না, অন্ধকার দেখে বন্ধু এই রাতের শেষে সোনালী সকাল শুরু হবে। আমি সেই খেলা খেলি না, যেখানে জিৎ হবেই হবে। তখন যে তার মজার তখনই লাগে যখন হেরে যাওয়ার রিক্স থাকে। দুনিয়ার কোনো সমস্যাই তোমার সাহসের থেকে বড় হয় না ঝড়ের মুখে না পড়লে গাছের নতুন পাতা গজায় না। সংঘর্ষ না করলে কখনো ভালো দিন আসে না, ভাগ্য বদলে যায় যখন লক্ষ্য মজবুত হয়।
ইচ্ছে যত বড় হবে সাফল্য তত সহজ হবে
নতুন জীবন কেটে যায় ভাগ্যের ভরসায়, তোমার মূল্য এটাতে যে তুমি কে? এটাতে না, যে তোমার কাছে কি আছে। সময় সমস্ত সময়কে বদলে দেয়, তাই সময় কে কিছুটা সময় দাও। যদি তোমার ভুলগুলো থেকে তুমি শিক্ষা নিয়ে নাও, তাহলে তোমার করা ভুল তোমার জন্য সিঁড়ি। ইচ্ছা যত বড় হবে সেটাকে পূরণ করার জেদ জীবনে তত বড়ই দরকার।
- ব্রেন পাওয়ার আনলক করার সহজ কিছু উপায় দেখুন এখানে
- যে কাজ করলে মানুষ অপমানিত হয়! সকল মুসলমানের এটি জানা উচিৎ
- তাকে নিয়ে লিখতে গিয়ে প্রথমেই মনে আসে অমিত হাসান
জীবন তো সহজ নয়, নিজেকে মজবুত বানানো দরকার। শুধু আত্মবিশ্বাস থাকা চাই, জীবন যেখান থেকে ইচ্ছা যখন ইচ্ছা নতুন করে শুরু করা যাবে। হেরে যাওয়ার ভয় এর থেকে অনেক ভাল, যে তার প্রচেষ্টা করতে করতে মরে যাওয়া। পার্থক্য অনেক বড় তোমার আর আমার শিক্ষার মধ্যে। তুমি শিক্ষকের থেকে শিখেছ, আমি পরিস্থিতির চাপে পড়ে শিখেছি। তোমার প্রতিযোগিতা কেবল তোমার নিজের সাথে।
সফল হতে হলে কি করতে হবে
যদি আজ তুমি নিজেকে বিগত কালকে থেকে বেহেতার পাও, তাহলে এটা তোমার অনেক বড় জিত। বুদ্ধিমান মানুষ সে না, যে ইটের জবাব পাথর দিয়ে দেয় বরং বুদ্ধিমান স্ যে ইট গুলোকে তুলে নিয়ে নিজের প্রাসাদ খাড়া করে দেখায়। ভর্তি পকেট তোমাকে অনেক খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে। কিন্তু খালি পকেট তোমাকে জীবনে অনেক মানে শেখায়। ভবিষ্যতের কথা জানিনা, কিন্তু যেটা আজ করবো সেটাই আমার ভবিষ্যৎ বানাবে।
মনে রেখো, স্বপ্ন তোমার সেটাকে তোমায় পূরণ করতে হবে। না পরিস্থিতি বদলাবে, না কখনো বদলাবে লোক। ধন্যবাক, পোষ্ট টি পড়ার জন্য।