আমার বক্তব্য-টি দু’টি ভাগে ভাগ করে জানাচ্ছি
মুভিটা যখন থিয়েটারে আসলো তখন বড় বড় ফিল্ম ক্রিটিক্টস্-রা ৪.৫ স্টার ৪স্টার দিয়েছিলো। যা দেখে বেশ আগ্রহ জন্মে যে এইচডি প্রিন্ট রিলিজ হলেই দেখবো। [এতো রেটিং তারা কেনো দিলো বুঝলাম না। হয়তো আমিই মুভি বুঝিনি। আমার একদম বাজে লেগেছে।]
আমার বক্তব্য-টি দু’টি ভাগে ভাগ করে জানাচ্ছি।
Table of Contents
ফার্স্ট_হাল্ফ :- অপ্রয়োজনীয় গল্প, অতিরিক্ত দৃশ্য যা মুভির মেইন কন্সেপ্টের সাথে রিলেটেবল-ই না। এই ব্যাকস্টোরি না দেখালেও মুভির গল্পে বিশেষ কোনো প্রভাব পড়তো না।
জিপি ইন্টারনেট প্যাকেজ । জিপি সিমের ছোট ইনটারনেট প্যাকেজ সমূহ
হুদাই সময় অপচয় করেছে রেস্কিউ মিশনের মত থ্রিলার গল্পে অযথা ফ্যামিলি ড্রামা ডুকিয়ে। আর শুরুর দিকে সিন এতো বেশি কাট হচ্ছিলো বারবার যে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোন টাইমলাইনের গল্প চলছে। এডিটিং এতো বাজে যে আপনি এক দৃশ্যের সাথে পরের দৃশ্য রিলেট করতে পারবেন না। সাথে আবার জোর করে একটা রোমান্টিক গান ডুকিয়ে দিলো। আর অপ্রয়োজনীয় ক্লিফ হ্যাঙ্গারও রয়েছে এই অংশে যা শেষে এসেও স্টোরি এক্সিকিউশনে কানেক্টেড করা হয়নি।
সেকেন্ড_হাল্ফঃ- গল্প আসলে এখান থেকেই শুরু। প্রথম ১ঘন্টা Wasted. না দেখলেও মুভির কাহিনি বুঝতে পারবেন। ২১০জন যাত্রীসহ ভারতীয় একটি প্লেন হাইজ্যাক করেছে জঙ্গিরা, তাদের সেই কাজে মদদ দিয়েছে পিছন থেকে পাকিস্তানের “আইএস” ও সরকার। আর এদিকে ভারতের “র”এর একদল এজেন্ট চেষ্টা করছে সেই বিমান থেকে বন্ধিদের উদ্ধার করতে।
বাংলালিংক ইন্টারনেট অফার ২০২১ বাংলালিংকের সকল ইন্টারনেট অফার
আর এখন সেই বিমান ভারত>>পাকিস্তান >>দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করা হয়েছে। ব্যাস এটাই গল্প………. এখন 2nd Part… “র” এজেন্টরা দুবাই এয়ারপোর্টে সেই বিমানে অভিযান চালায় আর কোনো টুইস্ট & টার্ন ছাড়া “নো ক্যাজুয়েলিটি” র সাথে মিশন সাক্সেসফুল্লি কম্পিট করে।
Happy Ending
এখন এই অংশের রিভিউ। প্রথম অংশ থেকে এই অংশে টেকনিক্যাল ডিপার্ট্মেন্টের কাজ ভালো ছিলো। কিন্তু গল্পের শেষেও এসে কোনো টুইস্ট & টার্ন নেই। অভিযান কমপ্লিট করতে গিয়ে কোনো সাফারিং নেই। খুবই ইজিলি গল্প শেষ। মজা পেলাম না।
বুঝলাম এটা সত্য ঘটনার মুভি। কিন্তু দর্শককে মুগ্ধ করার মত এলিমেন্টতো থাকা চাই গল্পে। আরো এমন সত্য ঘটনা গল্প কিছু বলিউডে আছে যা অসাধারণ ছিলো। কিছুদিন আগেই “শেরশাহ্” দেখলাম। সেটাও সত্য ঘটনার ফিল্ম & জোশ লেগেছে। [অক্ষয় কুমার + সত্য ঘটনা + দেশভক্তি = ফিল্ম হিট ] দেশভক্তির ফিল্ম বানিয়ে আবেগ বেচে টাকা ছাপানোর চিন্তা করা মন্দ নয়। তবে কোয়ালিটিফুল হওয়া উচিত। যেমন , অক্ষয়ের “রুস্তম” দেশভক্তির মুভি কিন্তু ভালো।
নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন করার নিয়ম
এই মুভি দেখে মনে হলোঃ- ক্রিটিকস্-রা মানুষকে সিনেমাহলে নিয়ে যাওয়ার জন্য মন খুলে ৪/৩.৫/৪.৫ রেটিং দিয়ে ভাসিয়ে দিয়েছেন। দিনশেষে তাদের দরকার ব্যবসা আর আমাদের দরকার ভালো মুভি। [কারন আমরা ফ্রি-তে দেখা দর্শক] তাই বেছে দেখুন। আমার মতেঃ-(To Be Honest)- টাইম ওয়েস্ট ফিল্ম।
The only Good Thing is Lara Dutta as Indira Gandhi.
_______________________________________________
B|E|L|L|B|O|T|T|O|M| [2021]
________________________________________________
Genre: Mystery | Thriller (sorry for this)
Industry: Bollywood
Language: Hindi
Duration: 2h 5m
Director: Ranjit tiwari
Cast: Akshay Kumar | Lara Dutta| Vaani Kapoor
________________________________________________
IMDB 6.5/10 ◼️R.T: 55% ◼️Google : 84%
________________________________________________
এই ধরনের ফিল্ম আরো আছে বলিউডে যা ভালোঃ-
[1] NIRJA = সোনাম কাপুর। – গুড ওয়্যান।
[2] AIRLIFT = অক্ষয় কুমার – গুড ওয়্যান।
[3]Gunjan Saxena = জানভি কাপুর- এভারেজ।
[ ইচ্ছে হলে এগুলোর যেকোনো একটি দেখুন কিন্তু এই “বেল-বটম” ভুলে যান। সময় বাচান। ]